কক্সবাজার ভ্রমণ
নভেম্বরের ২৩ তারিখে বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার সময় কথা উঠলো কক্সবাজারের – সেন্ট মার্টিন।তারিখ ও ঠিক করে ফেললাম ৫ ই ডিসেম্বর।
কথা অনুযায়ী ট্রেনে যাওয়ার কথা। টিকেট ও কিনে ফেললাম,তবে হঠাত ১ ই ডিসেম্বর খবরএলো সমুদ্রে নাকি ৩ নাম্বার সতর্ক বার্তা।
এর মধ্যে হালকা বৃষ্টি ও সুরু হলো, ভেবেছিলাম ৪ তারিখের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
নাহ আবহাওয়া আরো খারাপের দিকে চলে যাচ্ছিলো। আমাদের ও কিছো করার ছিলো না, ৫ তারিখে আর যাওয়া ও হলো না।সবার মনটা খারাপ ছিলো, বিষেশ করে আমার বন্ধু ফাহিমের, সে কান্না কাটি করতে লাগলো। ওকে সান্তনা দিলাম যে আমরা আর কিছু দিন পড়ে যাবো,সে কিছোটা সান্ত হলো।
তার পর আবার ১৩ ই ডিসেম্বর যাবো ঠিক করলাম। তখন আবহাওয়া ও ঠিক ছিলো।তার পর রওনা হলাম কক্সবাজারের উদ্দেশে
আনেক মজা করলাম ২ রাত ৩ দিন থাকার পর আবার সাবধানে বাড়িতে ফিরে এলাম।