Table of Contents
প্রতিবন্ধীদের সুযোগ করে দেওয়া উচিত
আমার খবরের চ্যানেল যারা আছেন তাদেরকে বলছি-দয়া করে আমার কথাগুলোতে কষ্ট পাবেন না- আপনাদের অনেককেই দেখি আপনারা প্রায়ই মজার ছলে,হাসির ছলে কোন কোন সময় রেগে গিয়ে একজন অন্যজনকে “”
প্রতিবন্ধী, অটিজম এ ভাষা দুটো ব্যবহার করে থাকেন,সত্যিকার অর্থে একটু ভেবে দেখেন তো এটা কি গালি দেওয়ার মত কোন ভাষা?
কতটা অসহায় হুইল চেয়ারে বসে থাকা মানুষটি,যার চোখ দুটো আমার আপনারমত নয়,যার হাতদুটো অস্বাভাবিক, যার কোন বুদ্ধি নেই, এদের চেয়ে বেশি অসহায় তাদের বাবা-মা,
সন্তানের সুস্থ হয়ে উঠার স্বপ্ন
প্রতিদিন মনের মাঝে নিয়ে ছুটে বেড়ায় এই ডক্টর, ঐ কবিরাজ,, ,কাউকে প্রতিবন্ধী, অটিজম বলার সময় নিজেকে ঐ ভাবে একটু কল্পনা করে দেখবেন,,,,অনেকেই ভাবছেন হঠাৎ এদের প্রতি আমার ভালোবাসা উতলে উঠলো কেন?? আমিও কি অটিজম হয়ে গেলাম?
আমি একটি ফুটফুটে প্রতিবন্ধী বাচ্চার মা“” আমার সন্তান আমার কাছে ঠিক ততটাই প্রিয় যতটা আপনার সন্তান আপনার কাছে প্রিয় ,,আমার মত হাজার হাজার বাবা- মা এই পৃথিবীতে আছে,,, প্রতিবন্ধী এবং অটিজম আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন তারা ভিন্ন কোন গ্রহ থেকে আসে নাই,,,
,,, কাজেই কথায় কথায় কোন সুস্থ মানুষকে প্রতিবন্ধী বলে গালি দিবেন না,,,,পঙ্গু হাসপাতালে গিয়ে ঘুরে আসেন আমার আপনারমত সুস্থ ছিল আজ বিছানায় পরে আছে, ক্যান্সার হাসপাতালে যান প্রতি মুহূর্তে মৃত্যু যেন হাত বাড়িয়ে ডাকছে,,,আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন,