ফিলিস্তিনের বর্তমান অবস্থা
কেউ কিছু বলার নেই। মাঝে মাঝে মনে হয় মুসলিম ক্ষমতাধর রাষ্ট্রগুলো ইসরায়েলের পা চাঁটা গোলাম। আল্লাহ আছেনতো! গজবের দেখেছো কি দুনিয়া। মহামারীতেও বুঝ হয়নাই।
আর আমরাই বা কি করবো, আমাদের তো ইসলামের পক্ষে কথা বলার জন্য নেই কোনু নেতা,নেই সকল মুসলমানদের একত্রিত করার লিডার।এই জন্য পিছিয়ে আছে মুসলিম জাতিরা।
আরো কিছু জানুন – সাপের কামুর থেকে বাচার নিয়ম
আমাদের সকল মুসলমানদের উচিত,প্রতি সলাতে, মোনাজাতে এদের জন্য আল্লাহর কাছেদোয়া চাওয়া। আমাদের সকলের তো যুদ্ধের ময়দানে যাওয়া সম্ভব নয়, তাই আমরা যে যেখানেই থাকিনা কেনো, আমরা যেনো তাদের জন্য দোয়া করি।হে আল্লাহ্ তুমি ফিলিস্তিন ও মসজিদুল আল আকসা কে হেফাজত করুন….. আমিন।বিজয় হবেই মুসলমানদের ইনশাআল্লাহ